১৯ জানুয়ারী বরিশাল জেলায় করোনায় আক্রান্ত ৫০ জন

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুরু থেকে বুধবার রাত পর্যন্ত বরিশাল জেলায় ১৮৫০৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার ১৯ জানুয়ারি রাত ১০ টা ৫৫ মিনিটের সময় জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৪০ জন, মেহেন্দিগঞ্জ ১, হিজলা ২, মুলাদি ৪, গৌরনদী ১ জন, আগৈলঝাড়া ২ জনসহ মোট ৫০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
১৭ জানুয়ারি পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত ৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।এ জেলায় মোট ১৮১৭৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে আজ বরিশাল জেলায় আক্রান্ত কোন ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত বরিশাল জেলায় শুরু থেকে ২৩০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।