২১ জুন থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে এমিরেটস

আগামী ২১ জুন থেকে এমিরেটস এয়ারলাইনস বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দুবাই থেকে ঢাকা রুটে তাদের এ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
এমিরেটস বাংলাদেশ এবং বেবিচক সূত্র জাগো বিষয়টি নিশ্চিত করেছে।
এমিরেটস বাংলাদেশ জানায়, বেবিচকের কাছে দুবাই থেকে ঢাকার ফ্লাইটের অনুমতি চাওয়া হলে তারা ২১ জুন থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। তবে কত তারিখ থেকে ফ্লাইট চলাচল শুরু করবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমিরেটস।
এমিরেটসকে দেয়া বেবিচকের দেয়া চিঠিতে জানানো হয়, তারা সপ্তাহে ৩ দিন ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এর আগে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল চালুর জন্য অনুমতি চেয়ে বেবিচককে চিঠি দেয় এমিরেটস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই ও টার্কিশ এয়ারলাইনস।