৭৩ বিমান, ৭০ সাজোঁয়া ও ২৭ হামভি যান নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

৭৩ বিমান, ৭০ সাজোঁয়া ও ২৭ হামভি যান নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যেসব সামরিক বিমান এবং অস্ত্রশস্ত্র ফেলে রেখে গিয়েছিল, তা সবই বিকল করা হয়েছে। আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, ‘এসব বিমান আর আকাশে উড়বে না। মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।

জেনারেল ম্যাকেঞ্জি জানান, কাবুল ত্যাগের আগে ৭৩টি বিমান, ৭০টি সাজোঁয়া গাড়ি এবং ২৭টি হামভি সামরিক যান তারা নষ্ট করেছেন। একই সঙ্গে তারা অত্যাধুনিক সি-র‌্যাম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে গেছেন। সোমবার ইসলামিক স্টেটের ছোঁড়া পাঁচটি রকেট এটা দিয়েই ধ্বংস করা হয়েছিল।

গত সোমবার মধ্যরাতে কাবুল বিমানবন্দর ছাড়ে মার্কিনিরা। এটা উৎসবের উপলক্ষ্য এনে দেয় তালেবানদের জন্য। মধ্যরাতে তালেবানরা আতশবাজি ফুটিয়ে উৎসবে মেতে উঠেন।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মাটি ত্যাগ করার পর রাতেই শুরু হয় তালেবানের আনন্দ উল্লাস। ফাঁকাগুলির শব্দে মুখরিত হয়ে ওঠে কাবুলের আকাশ। গণমাধ্যমটির আন্তর্জাতিক বিষয়ক প্রধান সংবাদদাতা লিস ডুসেট সে সময় বাড়ির ছাদে - দেখছিলেন কী হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগের পাকা খবর তারা কোন বার্তা সংস্থা থেকে পাননি। পেয়েছিলেন আকাশে গোলাগুলির শব্দ থেকে। তিনি বলেন, ‘শুধু শুনতে থাকুন আকাশে কীসের শব্দ শোনা যাচ্ছে।’

মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়ার সাথে সাথে এগিয়ে আসে তালেবান সেনারা। তারা কাবুল বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস টাইমসের সংবাদদাতা নাবিহ্ বুলোস তালেবানের একদল যোদ্ধার সাথে বিমানবন্দরের সামরিক অংশের একটি হ্যাংগারে ঢুকে পড়েন।

রাতের বেলা তালেবান সেনারা কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ হাতে নেয়ার পর মঙ্গলবার সকালে সেখানে হাজির হন তালেবানের রাজনৈতিক নেতারা। তারা সেখানে মোতায়েন করা তালেবান বাহিনীর প্রতি বক্তব্য রাখেন।

বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে তালেবানের বিজয় ঘোষণা করেন জাবিউল্লাহ মুজাহিদ। তালেবানের এ নেতা বলেন, ‘এটা শুধু তালেবানের বিজয় না, এটা আফগান জনগণের বিজয়।’ ভবিষ্যতে কেউ আফগানিস্তান দখল করার চিন্তা করলে তারও এই হাল হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

বিমানবন্দরের ভেতরে মঙ্গলবার সকালেতালেবান যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন তাদের নেতা জাবিউল্লাহ মুজাহিদ।

তালেবানের পক্ষে প্রচার চালায় - এমন একটি ওয়েবসাইট পরিচালনা করেন তারিক গাজনিওয়াল। তিনি যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, জাবিউল্লাহ মুজাহিদ তালেবান যোদ্ধাদের প্রতি আফগান জনগণের সাথে সদয় আচরণ করার পরামর্শ দিচ্ছেন।

তিনি বলেন, ‘জনগণের সাথে আচরণের প্রশ্নে আমি আপনাদের সতর্ক হতে বলবো। এ দেশ বহু দুঃকষ্ট ভোগ করেছে। আপনাদের ভালবাসা ও সহমর্মিতা তাদের প্রাপ্য। তাই তাদের সাথে কোমল আচরণ করুন। আমরা তাদের সেবক। তাদের ওপর আমরা নিজেদের চাপিয়ে দিতে পারি না।’