খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি।

ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি, যেখান থেকে ২০১০ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছিল, তা পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার জাতীয়তাবাদী প্রচার দল, শহীদ জিয়া পরিষদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। তবে নির্বাচন কমিশনকে কথার চেয়ে কাজে তাদের সক্ষমতা প্রমাণ করতে হবে। তিনি আরও আশা প্রকাশ করেন, সরকার যেসব সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, শহীদ জিয়া পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অহিদুল আলম লিখন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ হাসান শিপন প্রমুখ।