ভোরের আলোর পাঠক সংগঠন তারুণ্যের আলোর আয়োজনে ইফতার

ভোরের আলোর পাঠক সংগঠন তারুণ্যের আলোর আয়োজনে ইফতার
দৈনিক ভোরের আলো পত্রিকার পাঠক সংগঠন তারুণ্যের আলোর সদস্য, গণমাধ্যম ব্যক্তিত্বসহ গণ্যমান্য অতিথিদের নিয়ে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারের পরে পাঠক সংগঠনের সদস্যদের নিয়ে ঈদে ইতিবাচক কাজ করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে সদর রোডের হাবিব ভবনে দৈনিক ভোরের আলো কার্যালয়ে ওই ইফতার ও বৈঠক অনুষ্ঠিত হয়। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক ভোরের আলোর উপদেষ্টা সম্পাদক ও ডিডাব্লিউএফ গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন খান, সময় টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, ডিবিসি নিউজ চ্যানেল বরিশালের ব্যুরো প্রধান অপূর্ব অপু, দৈনিক দখিনের মুখ পত্রিকার বার্তা সম্পাদক আরেফিন তুষার, সাংবাদিক এম নাসিম, ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এম মোফাজ্জেল, র্বাতা সম্পাদক তন্ময় নাথ, সাংবাদিক শাহীন সুমন, ভোরের আলোর সার্কুলেশন ম্যানেজার রিপন এবং ভোরের আলোর সকল কর্মীবৃন্দ। ইফতার আয়োজনে ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন, মানুষের মনে আঞ্চলিক দৈনিক নিয়ে নানা ধরণের কথা শোনা যায়। এই কথাগুলো পত্রিকার কর্মকান্ড কেই ইঙ্গিত করে। আমরা সেই ধারার মধ্যে থেকেই পাঠকদের কথা বলার চেষ্টা শুরু করেছি। আমাদের এই উদ্যোগের সঙ্গে একঝাঁক তরুণ কাজ করছে। যারা পত্রিকার খবর ছাড়াও সমাজের নানা অসঙ্গতি দূর করতে অনুঘটকের ভূমিকার পালন করে চলেছে। আমাদের এই কাজে বরিশালের অগ্রজ গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে। একই সঙ্গে আমাদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন বরিশালের প্রথম সারির বেশ কয়েকজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। পত্রিকার ভুল-ত্রুটি সংশোধন, উপম্পাদকীয় ও মন্তব্য প্রতিবেদন লিখে সহযোগিতা করছেন অনেকে। তাঁদেরসহ পাঠক, সুভানুধ্যায়ী, বিক্রয় প্রতিনিধি, বিজ্ঞাপনদাতাসহ সবার কাছে আমাদের কৃতজ্ঞতা। ভোরের আলো সবাইকে নিয়ে সামনে যেতে চায়। সেই পথ চলায় সবার সহযোগিতা কামনা করছি। ইফতার আয়োজনের পর ভোরের আলোর পাঠক সংগঠন তারুণ্যের আলোর সদস্যরা নতুন কর্মসূচি নিয়ে বৈঠক করেন। ঈদ উপলক্ষে দুস্তদের পোশাক দেওয়া কর্মসূচি ছাড়াও একটি কর্মশালা করার পরিকল্পনা নেওয়া হয়। তারুণ্যের আলোর সদস্য সচিব শাকিল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা তন্ময় কুমার নাথ, শারমিন আক্তার, মাকসুদা বেগম, শোভন কর্মকার কৃষ্ণ, সুদীপ কুমার নাথ, উম্মে হাবিবা ঊর্মি, সুব্রত দাস, মিজানুর রহমান, আছিবুর রহমান রানা, অভিজিৎ দে, সাদিয়া আফরিন, সুকান্ত অপি, সামিয়া তিষা, সামিয়া নিশা, বাঁধন সিকদার, বিশ্বেশ্বর ভূষণ দে অন্তু, কুমার কাকন উজ্জল, সুমি আক্তার, নাজিউর রহমান, শামরী রহমান শুচি, মুনিয়া রহমা রচি, মিরাজুর রহমান, সুপ্ত কর্মকার, রিয়াদ মাহমুদ, নাজিম হোসেনসহ অন্য সদস্যরা।