রাঙ্গামাটিতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত 

রাঙ্গামাটিতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত 

বিএনপি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী  উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া  ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১ টায়  বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সভার সূচনা করা হয়।
পরে পরিষদের সভা কক্ষে  বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইযুব চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।
সভায় বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মেম্বার,  সহ-সভাপতি মুইথুই অং মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডালিম বড়ুয়া, সহপ্রচার সম্পাদক উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, মিজানুর রহমান, জেলা  বিএনপির সদস্য মিসাচিং মারমা,  উপদেষ্টা ইমান আলী, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ও মৎস্যজীবি দলের সভাপতি মেদুসে মারমাসহ  ইউনিয়ন বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  
এ সময় বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া দলের বিভাজন সৃষ্টি করতে কিছু লোক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেদিকে সবাইকে সজাক থাকতে হবে। সামনের নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।