রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখা থেকে তিন ডাকাত গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তিন ডাকাতকে ঘটনাস্থল থেকে নিয়ে গেছে র্যাব। ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা ভেতরেই আছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো ব্যাংকটি ঘিরে রেখেছে।
তিন ডাকাতকে নিয়ে যাওয়ার সময় খালিদ নামে র্যাবের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভেতরে আর কোনো ডাকাত নেই। ডাকাতরা ব্যাংকে কোনো ভাঙচুর ও কাউকে মারধর করেননি।
আজ দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের এ শাখাটিতে ডাকাতদল প্রবেশ করে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের ভিতর থেকে ডাকাতদের গ্রেপ্তার করে।