শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হবে লেখক সম্মেলন:ইবি উপাচার্য

শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হবে লেখক সম্মেলন:ইবি উপাচার্য

শামীমা রহমান, ইবি প্রতিনিধি 

“শিক্ষার্থীরা চাইলে আগামীদিনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লেখক সম্মেলনের আয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন,“লেখার মৃত্যু হয় না। পাঠকের মৃত্যু ঘটে কিন্তু লেখকের মৃত্যু ঘটে না।”

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ‘লেখক সম্মেলন ও সম্মাননা–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন,“লেখার মাধ্যমে সমাজকে চেনা যায়। আজকে সভ্যতার বিনির্মাণে যাদের অবদান রয়েছে, তারা প্রত্যেকেই লেখক। জ্ঞান সৃষ্টি হয় লেখার মাধ্যমে।”

অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,ইবি শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মো: জাকির হোসেন। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল করীম।

অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যাপক ড. আনোয়ারুল করীম বলেন, “বাংলাদেশের কথা গ্ৰিক ইতিহাসে আছে,রোমান ইতিহাসে আছে। আজকের যারা তরুণ লেখক,তারা তাদের উত্তরসূরী, যাদের জন্য বাংলা আজকে মাতৃভাষা। কোরআনে আছে, ভালো কাজে উৎসাহ দাও,মন্দ কাজে নিষেধ করো।আমরা পূর্ব প্রজন্ম পারিনি।তরুণরা পেরেছে।তারা জুলাই আগস্টে আন্দোলন করেছে।এই তরুণরা বাংলাদেশের নেতৃত্বে দিবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না।আমি তোমাদের সাথে আছি।”

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে লেখকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও লেখক সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।