আ.লীগের দোসরদের সঙ্গে আপস শহিদদের সঙ্গে বেইমানি হবে : ফজল আনসারী

সিনিয়র সচিব পদমর্যাদার বিদেশস্থ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী রোববার সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় বলেছেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপস করলে তা জুলাই বিপ্লবের শহিদদের প্রতি বেইমানি হবে। দেশের ছাত্র ও জনতা তা কখনোই মেনে নেবে না।
সিলেট জেলা প্রশাসনের আয়োজিত এই সভায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে আয়োজিত সভায় আনসারী বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সক্রিয় থাকলেও তারা জাতির অগ্রযাত্রায় কোনো প্রভাব ফেলতে পারবে না।
তিনি বলেন, “সচিবালয়ে আগুনের ঘটনা জাতির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়। এর যথাযথ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ঘটায় জনগণের মধ্যে প্রশ্ন জাগা স্বাভাবিক।”
মুশফিকুল ফজল আনসারী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করে বলেন, “মুহাম্মদ ইউনুসের থ্রি-জিরো তত্ত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের এসডিজি এই তত্ত্ব গ্রহণ করেছে, যা দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স তাদের উন্নয়ন রূপরেখায় যুক্ত করেছে।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে ড. ইউনুসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আমাদের জন্য আন্তর্জাতিক সম্মানের প্রতীক।”
জুলাই বিপ্লবের শহিদদের স্মরণ করে আনসারী বলেন, “জাতির জন্য যারা জীবন দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। এসব জাতীয় বীরদের চিকিৎসা ও সহায়তায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।”
আন্তর্জাতিকভাবে আলোচিত এই কূটনীতিক বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১৫ বছরের জঞ্জাল ও পচাগলা নির্বাচনি ব্যবস্থা সংস্কারের জন্য কাজ করছে। এই প্রক্রিয়ায় যথাযথ সময় দেওয়া উচিত।”
সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এই মতবিনিময় সভা ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব বহন করে।