ইবি চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

শামীমা রহমান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থীদের শিক্ষার্থী মো: সাব্বির আহমেদ।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির পুনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো: শুভ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো: আলিফ হাসান দায়িত্ব পেয়েছেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইবিতে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষার্থীকে নিয়ে প্রতিষ্ঠিত একটি সংগঠন।এ সংগঠন চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষার্থীর মাঝে সেতুবন্ধন তৈরি করতে বিভিন্ন আয়োজন করে থাকে।