ইবি ফটোগ্রাফিক সোসাইটি’র নবীন বরণ অনুষ্ঠিত

শামীমা রহমান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস)—এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সংগঠনটির নতুন সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে, আশরাফুল হক ও শাকিরা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ক্যাপচারর্স মোমেন্টের স্বত্বাধিকারী মো. জাহির ইসলাম আনন্দ প্রমুখ ।
সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিন বলেন, “আজকের নবীনবরণ অনুষ্ঠান আইইউপিএসের অন্যতম উৎসবমুখর দিনগুলোর মধ্যে একটি দিন। আমরা নতুনদের সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়তা করতে চাই। আমরা এখন মাল্টিমিডিয়ার যুগে বসবাস করছি, যেখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শুধু শৈল্পিক মাধ্যম নয়, একটি শক্তিশালী ভাষা। ফটোগ্রাফির মাধ্যমে আমরা গল্প বলতে পারি, মুহূর্তকে ধরে রাখতে পারি। এছাড়া আমরা ফটোগ্রাফির মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারি।”
তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য— নবীনদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে দক্ষ করে তোলা। কেবলমাত্র ক্যামেরার শাটার টিপতেই পারদর্শী না হয়ে, দৃষ্টিভঙ্গির ব্যবহারের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ফটোগ্রাফি সমাজের দর্পণ হিসেবে কাজ করে, সমাজের কথা ছবি আকারে তুলে ধরে। ফটোগ্রাফি এক ধরনের সমাজতাত্ত্বিক কর্ম। তোমরা এখন হয়তো শখের বসে ফটোগ্রাফি করছো, কিন্তু একদিন এটিই পেশা ও বাস্তবতায় রূপ নেবে।
তিনি আরও বলেন, “তোমরা যারা ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ নানা সমস্যাগুলো চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী করা উচিত, তা দৃশ্যমান করতে পারো।তোমাদের শিল্পমনস্ক হতে হবে, কারণ শিল্পচেতনা ছাড়া ভালো ছবি ধারণ করা সম্ভব নয়। একদিন তোমরা এটিকে কেবল শখ নয়, একটি শিল্প হিসেবে গ্রহণ করবে—এটাই প্রত্যাশা। ফটোগ্রাফির মাধ্যমে তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও দৃশ্যমান করে তুলতে পারবে।”