বরাদ্দকৃত শ্রেণিকক্ষ বন্টনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

বরাদ্দকৃত শ্রেণিকক্ষ বন্টনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

শামীমা রহমান, ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দকৃত শ্রেণিকক্ষের সুষ্ঠু বন্টনের দাবিতে আন্দোলন করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রশাসন ভবনের সামনে বেলা সাড়ে এগারোটার দিকে প্রায় ৭০ জন শিক্ষার্থী মিলে প্লাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি আমাদের দাবি,মানতে হবে মানতে হবে’ , ‘প্রশাসনের তালবাহানা মানি না মানবো না’ , ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’ , ‘সব ডিপার্টমেন্ট স্বর্গে আমরা কেন মর্গে’ ,‘জেগেছে রে জেগেছে স্পোর্টস সাইন্স জেগেছে’, ‘প্রশাসন দিচ্ছে ঘুম আমরা চাই ক্লাসরুম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পরবর্তীতে শ্রেণিকক্ষ পুনর্বণ্টনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। কমিটিতে উপ-উপাচার্যকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলীকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন।আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন,“আমরা প্রায় তিনমাসের অধিক সময় পূর্বে ক্লাসরুম বরাদ্দ পেয়েছি।কিন্ত প্রশাসন এখনো আমাদের চাবি বুঝে দেয়নি। ইতোঃপূর্বে অনিয়মতান্ত্রিক উপায়ে অনেকে রুম দখলদারিত্ব করেছে।কিন্ত আমরা নিয়মতান্ত্রিক উপায়ে রুম বুঝে পেতে চাচ্ছি।জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এরকম অনিয়ম আমরা দেখতে চাই না।আমরা চাই নিয়মতান্ত্রিক উপায়ে প্রশাসন আজই আমাদের রুমের চাবি বুঝিয়ে দিক।”

তিনি আরো বলেন,“ক্লাসরুম না থাকায় বিভিন্ন সমস্যা হয়। আমাদের সময়ের অপচয় হয়। পাশাপাশি ক্লাসে ব্যাঘাত ঘটে। আমাদের বর্তমানে তিনটি ব্যাচ রয়েছে। ক্লাসরুমের সুষ্ঠু বন্টন না হলে আমাদের সেশন জটে পড়ার সম্ভাবনা রয়েছে।”

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এসে শ্রেণিকক্ষের সুষ্ঠু বন্টনের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এরপর দুপুর ১টার দিকে বিভাগের সভাপতি অধ্যাপক শরফরাজ নওয়াজ চার-পাঁচদিনের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে উপাচার্যের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।তখন আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন।

জানা যায়, গত বছরের ৮ অক্টোবর প্রশাসন কর্তৃক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের জন্য অনুষদ ভবনের তিন তলায় শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত কক্ষসমূহ হলো ৩০১,৩০২,৩৩৭, ৩৩৭(ক),৩৩৮,৩৩৯,৩৪০,৩৪২,৩৪৩,৩৪৪। এছাড়াও ফোকলোর স্টাডিজ বিভাগের পূর্বে ব্যবহৃত কক্ষগুলোও উক্ত বিভাগের অধীনস্থ হবে বলে জানানো হয়।