ইশতিয়াক-রাব্বীর নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন

শামীমা রহমান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন (কুহরণ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ফেরদৌস ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুহরণ এর অফিসিয়াল ফেসবুক পেইজে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে তাহসিন জাওয়াদ,মেহেদী হাসান জিহাদ,যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব হাসান ও আর্য পাল,সাংগঠনিক সম্পাদক জারিন তাসনিম পুষ্প, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ শামিম আহমেদ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক গোলাম হক্কানি,উপ-অর্থ সম্পাদক তাম্মি রহমান,দপ্তর সম্পাদক পবিত্র রায়,উপ-দপ্তর সম্পাদক ফারিহা আঁখি,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালমান আহমেদ শাওন এবং পরিকল্পনা সম্পাদক নুসরাত ঐশী,মিথিলা ফারজানা, জান্নাতুল ফেরদৌস জুঁই ও ইফতিয়াক ইফতি।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন,“আমি গান পাগল মানুষ তবে ভালো গাইতে পারি নাহ। ইসলামি বিশ্ববিদ্যালয়ের যারা গান নিয়ে বিশদভাবে জানতে,ভাবতে আগ্রহী তাদের সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ এবং তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেন,“মিউজিক এসোসিয়েশন দুই বছর হলো কার্যক্রম শুরু করেছে।এখনো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে ।সেইগুলা কাজ করার ইচ্ছে আছে আমার।”