নগরে বাহারি ইফতার বাজারে উপচে পড়া ভীড়

নগরে বাহারি ইফতার বাজারে উপচে পড়া ভীড়
গতকাল মঙ্গলবার ছিল রমজানের প্রথম দিন। রমজানের রোজাদারদের জন্য নগরে বাহারি ইফতার বাজারে উপচেপাড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রথম দিন রোজাদাররা দিন শেষে রসনার তৃপ্তি মেটাতে ভীড় জমিয়েছেন ইফতার সামগ্রির দোকানগুলোতে। দুপুর থেকে ভীড় দেখা গেছে কবি জীবনানন্দ দাশ সড়ক (বগুড়া রোড) নাজেমস্্ ইফতার বাজারে। সেখানে আগে থেকেই সাজিয়ে রাখা ছিল বাহারি ইফতার। জনা পঞ্চাশেক কর্মী ইফতার সামগ্রি তুলে দিতে ব্যস্ত ছিলেন। এই বাজারে আকর্ষণীয় ইফতারের মধ্যে ছিল, জামাই জিলেপি, ছানার পোলাউ, কালি ভুনা, মুরগী মোছাল্লাম, ফিরনি, চপ, পিয়াজোসহ নানা সামগ্রি। এর বাইরে বগুড়া রোডে নগরের সদর রোড, সকালসন্ধ্যা ইফতার, গৌরনদী মিষ্টান্নভান্ডারের ইফতারী, রোজ গার্ডেন, চায়না প্যালেস, বান্দ রোডের সাউথকিং, পুলিশ লাইন রোডে রিভার ক্যাফে, হটপ্লেট, হুপার্স, সি এ- বি রোডে গোলপাতাসহ সব ইফতার হাউসে রোজাদারদের ভীড় ছিল। এসব পশরা সাজিয়ে বসা ব্যবসায়ীরা জানান, প্রথম দিন হওয়ায় অধিকাংশ রোজাদার ইফতার সামগ্রি কিনেছেন। রোজাদার ছাড়াও মানুষ ইফতারের স্বাদ গ্রহণ করার জন্য ভীড় জমিয়েছেন। প্রথম দিনের বিক্রিতে তারা সন্তুষ্ট।