পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জনসমাবেশ
পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়া এই সমাবেশে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে অনুষ্ঠিত জনসমাবেশে বিপুল জনসমুদ্রের সমাগম ঘটে। সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম এর সভাপতিত্বে,ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল জলিল, সহ-সভাপতি এ্যাড. তোফাজ্জেল হোসেন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং কমিটির সদস্য ও কেন্দ্রীয় উলামা দলের সাবেক মহাসচিব মাওলানা শাহ মো. নেছারুল হক।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি ও বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। এ সময় অন্যান্যদের মধ্যে মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু হানিফ, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনম মনিরুজ্জামান নাইম, বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, লাউকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল মৃধা, ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলম, ভুরিয়া ইউনিয়ন বিএনপির আহসান হাবিব, ও কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল মৃধা, প্রমুখ ।
এ সময় নেতাকর্মীরা শহর এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ দেয় এবং শহরের বিভিন্ন জায়গায় ধানের ছড়া ও শহীদ জিয়াউর রহমান এর প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।
নেতা-কর্মী দের অংশগ্রহনে সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।