পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর

পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর

পাবনায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দ্রুতবিচার আইনের মামলায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুল হক টুকুকে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়। তবে আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করেন। তারা ‘টুকুর বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

এ সময় টুকু বলেন, “আমি খুব ভালো আছি। পাবনাবাসীও ভালো থাকুক।”

মামলাটি করেন টুকুর নিজ এলাকা বেড়ার ব্যবসায়ী মীর্জা মেহেদী হাসান। ২০১৪ সালের ৬ মে টুকুসহ তার ভাই ও ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে মার্কেট ও জমি দখল এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়। মামলায় আরও বলা হয়, ২০২৩ সালের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা জমি দখলে বাধা দেন এবং চাঁদা দাবি করেন। তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম দাবি করেন, “মামলাটি ভিত্তিহীন এবং হয়রানিমূলক। কোনো সত্যতা ছাড়াই এটি করা হয়েছে।”

পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, “টুকুর মতো খুনিদের জেলের মধ্যেও আরাম-আয়েশ চলছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। তাদের ফাঁসি হওয়া উচিত।”

শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই টুকুকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ দ্রুত জানানো হবে বলে আদালত সূত্র জানিয়েছে।