জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম জানুয়ারিতে: উপদেষ্টা আদিলুর রহমান খান

জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম জানুয়ারিতে: উপদেষ্টা আদিলুর রহমান খান

গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম জানুয়ারির মধ্যে চূড়ান্ত করা হবে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে একটি প্রাথমিক টাইম ফ্রেম ঘোষণা করেছেন, এবং জানুয়ারির মধ্যেই সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। এ প্রতিবেদন পাওয়ার পর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে।

সোমবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহিদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।