ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় আসামিদের জামিনের নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ

ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় আসামিদের জামিনের নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ

জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আসামিদের জামিন মঞ্জুর করায় নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আহত ফারুক হাসান। তিনি হামলার বিস্তারিত বর্ণনা দিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, "ফারুক হাসানের ওপর হামলার পেছনে কারা ইন্ধন দিয়েছে, তা খুঁজে বের করতে হবে। বিচার বিভাগের ওপর প্রভাব খাটিয়ে আসামিদের জামিন করানো হয়েছে। এটা বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত। আমরা স্পষ্ট করে বলছি, দোষীদের কোনো ছাড় দেওয়া চলবে না।"

তিনি আরও বলেন, "হামলাকারীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় কাজ করছে। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের কোনো অর্থ থাকে না।"

হামলায় আহত ফারুক হাসান বলেন, "আমার ওপর যারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসী। তাদের গ্রেফতারে গড়িমসি করা হয়েছে, যা প্রমাণ করে তাদের সঙ্গে সরকারের সম্পর্ক আছে। আমি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছি, অথচ তারা জামিন পেয়েছে। এটা কি আইনের শাসন?"

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, "ফারুক হাসানের ওপর হামলা এবং হামলাকারীদের জামিনের মাধ্যমে প্রমাণিত হয় যে বিচার বিভাগ স্বাধীন নয়। হামলার ভিডিও থাকা সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

সংবাদ সম্মেলনে আহত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।