ইবি বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শামীমা রহমান,ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই.আই.ই.আর)-এর ১০১ নং কক্ষে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই বর্ণিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি গীতা ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ মাহমুদ। পরবর্তী সময়ে অতিথিদের ব্যাচ দিয়ে বরণ ও জেলা ব্র্যান্ডিং, প্রবীণদের স্মৃতিচারণ, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ আল হাদী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ আল হাদী ও আবদুল্লাহ আল নোমান ।
অতিথি হিসেবে— বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমীন, অধ্যাপক ড. মো. অলিউল্লাহ, অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. ইদ্রিস আলী, অধ্যাপক ড. অধ্যাপক ড. এ. কে. এম. মুহাঃ নুরুল ইসলাম, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “বরিশাল বিভাগের সাথে আমাদের সম্পর্ক বহুদিনের। ছাত্রশিবিরের নেতা ওয়ালিল্লাহ এই ছাত্রকল্যাণের সভাপতি থাকার সময় গুম হয়। ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস ভাইয়ের জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি। খোঁজ নেওয়ার আপ্রান চেষ্টা করছি। কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো তথ্য পাইনি। যদি আমরা নিশ্চিত জানতাম যে তারা আর নেই, তাহলে আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা দিতে পারতাম।”
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, “বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সৌহার্দ্য ও হৃদ্যতা বৃদ্ধির লক্ষ্যে ইলিশ মাছের চড়ুইভাতি আয়োজনসহ ছাত্রদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া উচিত।”