বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ অভিযান সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার তাগিদ

বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ অভিযান সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার তাগিদ

বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

রোববার জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলা খাদ্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

সভায় প্রধান অতিথি খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ কার্যক্রম যথাসময়ে সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিস্টদের তাগিদ দেন।