ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার

ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার

 দুর্ঘটনার কবলে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার। শুক্রবার সকালে অরুণাচল প্রদেশে রুটিন মহড়া চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, অরুণাচলের আপার সিয়াংয়ের মিগিং গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। সেখানে তিনটি উদ্ধারকারী দল নেমেছে উদ্ধারকাজে। হেলিকপ্টারটি ছিলো অ্যাডভান্স লাইট কপ্টার। এই হেলিকপ্টারটিতে পাঁচজন সেনা অফিসার ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, দু’দিন আগেই কেদারনাথে একটি পুণ্যার্থী বোঝাই হেলিকপ্টার ভেঙে পড়ে মারা যান ৬ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেনা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা সামনে এল। 

সূত্র : দ্য ওয়াল ও এনডিটিভি