বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু।
পরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে এক আলোচনা সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।