বিএনপির আহ্বায়ক আমিনুল হকের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং ৩১ দফা কর্মশালা

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, তবে ঐক্যবদ্ধ থাকার কারণে কেউ বিএনপির ক্ষতি করতে পারেনি।
রবিবার রাজধানীর ভাসানটেকের বিআরপি কমপ্লেক্স মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক আরও বলেন, “গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের নির্যাতন সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি চালিয়ে যাচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপি আজও গণমানুষের দল হিসেবে টিকে আছে।”
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তুপে পরিণত হওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, “তরুণ প্রজন্মের ভবিষ্যত রক্ষায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি এই রূপরেখা দিয়েছে। একমাত্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এসব দফা বাস্তবায়ন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “পরিপূর্ণ সংস্কার তখনই সম্ভব, যখন দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হওয়া উচিত স্বচ্ছতা নিশ্চিত করা। তবে দেখা যাচ্ছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনো ঘুষ-দুর্নীতির সংস্কৃতি চলছে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগরউত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদির মাহমুদ সভাপতিত্ব করেন। এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ বিএনপির মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, মাহাবুবুর রহমান, গাজী রেজাউনুল হোসেন, তুহিরুল ইসলাম তুহিন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।