সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে, এটি ভয়ংকর বিষয়' – রুহুল কবির রিজভী

সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে, এটি ভয়ংকর বিষয়' – রুহুল কবির রিজভী

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে, এটি অত্যন্ত ভয়ংকর বিষয়।”

তিনি উল্লেখ করেন, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কিন্তু, গণতন্ত্র মানে হচ্ছে আলোচনা-সমালোচনা, সরকার সেগুলো শুনে জনকল্যাণের পক্ষে সিদ্ধান্ত নেবে।”

রিজভী আরও বলেন, “আজ শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বে জামাতি চেতনার লোকজনকে বসানো হয়েছে, যা আমাদের জন্য বিপজ্জনক।”

তিনি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “জনপ্রশাসনের সচিবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির ঘটনা এসেছে, কিন্তু তাকে বহাল রাখা হয়েছে। এমন ঘটনা জানতে পারার পরও, কীভাবে তিনি বহাল রয়েছেন?”

রিজভী আরও বলেন, “বর্তমান সরকার সেই বিশেষ দল সমর্থিত সরকার হয়ে উঠেছে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণিত হচ্ছে।”

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এত জায়গা জমি কেন লাগবে? ২৮ লক্ষ কোটি টাকা পাচার করতে হবে কেন?” তিনি আরও বলেন, “হাসিনা তার পথের কাঁটা সরানোর জন্য পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে আয়নাঘর, ক্রস ফায়ারসহ নানা ঘটনা ঘটেছে।”

রিজভী সরকারের দুর্নীতি এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে আরও নানা অভিযোগ তুলে বলেন, “সরকারি প্লট আত্মসাৎ করা হয়েছে, যাদের নিজেদের বাড়ি রয়েছে, তাদের জন্য কেন এভাবে জমি দখল করা হচ্ছে?”