মাইক্রোবাস চাপায় এএসআই নিহত

মাইক্রোবাস চাপায় এএসআই নিহত

চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় মাইক্রোবাসের চাপায় সালাউদ্দিন নামে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। তিনি চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। শুক্রবার ভোরে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, টহল ডিউটিতে থাকা সালাউদ্দিন ভোর পাঁচটার দিকে মেহরাজ খান চৌধুরী ঘাটা এলাকায় শহরের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয়। কিন্তু মাইক্রোবাসটি না থেমে সামনে দাঁড়িয়ে থাকা সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়, পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে।

তিনি আরো বলেন, আহত সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।