বিশ্বকাপে নিজেদের মিশন শেষে দেশে ফেরার পর টাইগাররা এখন প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কা সফরের জন্য। তবে তার আগেই এবারের বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ডে উড়ে যাবে যুবা টাইগাররা। বড়দের বিশ্বকাপ শেষ হতেই সেখানে ছোটদের একটি ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। যেখানে বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে থাকছে স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দলও।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে সোমবার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে। তার ডেপুটি হিসেবে থাকবেন তৌহিদ হৃদয়।
বিসিবি যে সূচি জানিয়েছে, তাতে বাংলাদেশ দুই দলের সঙ্গে চারটি করে ম্যাচ খেলবে। স্বাগতিক দলের সঙ্গে ম্যাচগুলো ২২ ও ২৮ জুলাই এবং ১ ও ৫ আগস্ট। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ চারটি- ২৪, ২৭, ৩০ জুলাই ও ৭ আগস্ট।
মূল সিরিজ শুরুর আগে ১৮ জুলাই ইয়াং লায়ন্স আমন্ত্রিত একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবা টাইগাররা। সিরিজের ফাইনাল ১১ আগস্ট।
ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
আকবার আলী (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।