মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন : প্রধান উপদেষ্টা ইউনূসের

মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন : প্রধান উপদেষ্টা ইউনূসের

মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছর বয়সি শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিশ্বাস ত্যাগ করে।

গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে সেদিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

পরদিন রোববার শিশুটিকে সিএমএইচের পেডিয়াট্রিক আইসিইউতে রাখা হয়। সেখানে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।