মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সি শিশু আছিয়ার মৃত্যু

মাগুরায় বেড়াতে এসে নির্মম নির্যাতনের শিকার ৮ বছর বয়সি শিশুটি অবশেষে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির দুই দফা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর কিছুক্ষণ তার হৃৎস্পন্দন ফিরলেও দুপুর ১২টার দিকে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সিপিআর দেওয়ার পরও সে সাড়া দেয়নি। পরে দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল।
বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করে শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে শিশুটির আত্মার মাগফিরাত কামনা করেছে সেনাবাহিনী।