ঢাকার জজ কোর্ট থেকে হাতকড়া খুলে পালানো সেই ধর্ষক আটক

ঢাকার জজ কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া গণধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৩ মার্চ) রাত ২টার দিকে গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৪ সদর দপ্তরের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।
র্যাব জানায়, ১৭ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার একটি চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি হিসেবে শহিদুলসহ ১২ জনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শহিদুল। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় পেনাল কোডের ২২৪ ধারায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে, ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের বেতার বার্তার ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান পরিচালনা করে। একাধিক অভিযান শেষে বুধবার রাতে নেত্রকোনার কলমাকান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর শহিদুল ইসলামকে ঢাকার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।