নতুন বিতর্কে ‘বিগ বস ১৬’ নিয়ে

বছর বছর বেতন বাড়ে, কিন্তু কখনও যদি বেতন কমে যায়, তাহলে কেমন হবে, ভেবে দেখেছেন? অনেকেই হয়তো বলবেন, করোনা পরিস্থিতিতে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে বহু মানুষকে। সব পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এবার বেতন কমে গেল নায়িকার। সপ্তাহপিছু তার বেতন ছিল ১২ লাখ রুপি। সেই বেতন নাকি এক ধাক্কায় ৫০ শতাংশ কমে গেছে।
কী ঘটেছে? ‘বিগ বস’-এর ঘরের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী হলেন সুম্বুল তৌকীর। বলিপাড়ায় জল্পনা, নায়িকার নাকি বেতন কমে গেছে।
কিন্তু কেন এমন ঘটেছে? সালমান খানের ‘বিগ বস’-এর সম্প্রচারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। শোয়ের টিআরপি অনেক বেশি হওয়ার সুবাদেই এই সিদ্ধান্ত। সময়সীমা বাড়ানোর জন্য নাকি অভিনেত্রীর পারিশ্রমিক কমিয়ে দিয়েছে চ্যানেল, এমনটাই খবর। সাধারণত টিআরপি বেশি হলে সেই শোয়ের সঙ্গে যুক্ত সদস্যদের পারিশ্রমিক বৃদ্ধি পায়। কিন্তু এ ক্ষেত্রে হল উল্টা। জল্পনা যদি সত্যি হয়, তাহলে বলিউড ইতিহাসে এমনটা ঘটবে প্রথমবার।
‘বিগ বস’-এর ঘরের সবচেয়ে কনিষ্ঠ এবং সক্রিয় সদস্য হলেন সুম্বুল। পরিবারের ক্যাপ্টেন হিসেবেও তাকে দেখেছেন দর্শক। আগামী ৫ সপ্তাহ অনুরাগীদের কীভাবে মজিয়ে রাখেন সুম্বুল, সেটাই দেখার অপেক্ষায় ‘বিগ বস ১৬’-র দর্শক।