বরিশালে হামলার ঘটনায় ১২ জনের জামিন মঞ্জুর

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলায় ঘটনায় ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ আগস্ট) দুপুরে ২১ আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু। তিনি বলেন, ২১ জনের মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পুলিশের মামলায় ৯ জন এবং ইউএনওর মামলায় তিনজনের জামিন মঞ্জুর হয়েছে।