আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবির বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ মার্চ) ফজর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
গতকাল রাতে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কোনোভাবেই আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না বলে জানান। হাসনাতের পোস্টকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভির মণ্ডল, ইয়াশিরুল কবীর সৌরভ, ইসমাইল হোসেন রাহাতসহ সমন্বয়ক পরিষদের অন্য সদস্যরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জুম্মার দিন হওয়ায় কিছুক্ষণ পর শিক্ষার্থীরা পরিবর্তন হয়ে কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নিহতদের রক্ত ও আহতদের বেড কাতরানো চিৎকারের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রথম কাজ ছিল আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করা—কিন্তু সরকার তা করেনি। আমরা ধিক্কার জানাই তাদের, যারা আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করছে এবং বলছে, আওয়ামী লীগ ছাড়া কোনো ‘ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক)’ নির্বাচন হতে পারে না।”
অবস্থানরত শিক্ষার্থীরা আরও বলেন, “আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করলে ছাত্র জনতা তা মেনে নেবে না। যদি এমন কিছু হয়, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকব— আমরা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ চাই এবং তা করতেই হবে।”
প্রসঙ্গত, গতকাল হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, ‘ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা চলছে, যেখানে শেখ হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফিরিয়ে আনার কৌশল নেওয়া হয়েছে।’ আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে জুলাই ব্যর্থ হবে বলে জানান তিনি। পোস্টে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে জনগণের সমর্থন চান। এছাড়াও ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে বলেও দাবি জানান হাসনাত।