দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপু গ্রেফতার

দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপু গ্রেফতার

দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী-সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামে বিএনপির একটি কাউন্সিল অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের লোকজনের বাধায় সেই অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপুকে গ্রেফতার করা হয়।

দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।