আমতলীতে গাঁজাসহ কারবারী গ্রেপ্তার

চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি একশ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারী মোঃ সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে। থানায় মামলা দায়ের। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানা সূত্রে জানাগেছে, বুধবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহআলমের নেতৃত্বে এসআই সফিউল আলম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী গ্রামের বাসিন্ধা নূর মোহাম্মদের পুত্র ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী মোঃ সোহেলকে তার নিজ বাড়ী থেকে গাঁজা বিক্রি করার সময় আটক করে। এসময় তার বসতঘর তল্লাশী করে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাষাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবীর সাথে জড়িত বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারী সোহেলের বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পরে গ্রেপ্তারকৃতকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।