ইবিতে প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে ইইই বিভাগের স্মারকলিপি

শামীমা রহমান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বাসের সিট ধরার জেরে মধ্যরাতের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইইই বিভাগের সভাপতি ড. মোঃ শাহীনুজ্জামান আহত হন। এর প্রতিবাদে ইইই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) প্রশাসন ভবন অবরোধ করে প্রথমে মানববন্ধন এবং পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন ইইই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়েছে,‘গত ১ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে আমাদের শিক্ষকের উপর হওয়া কাপুরোষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাধারণ শিক্ষার্থীরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ভবিষ্যতে যেন এমন ন্যক্কারজনক ঘটনা না ঘটে ,সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আপনার নিকট জোর দাবি জানাচ্ছি।’