ইবি সিআরসি’র চড়ুইভাতি উৎসব অনুষ্ঠিত

ইবি সিআরসি’র চড়ুইভাতি উৎসব অনুষ্ঠিত

শামীমা রহমান, ইবি প্রতিনিধি 

‘থেকে একসাথে যুক্ত,করবো পৃথিবী পথশিশু মুক্ত’–এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ চড়ুইভাতির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং সহ-সভাপতি হাসিবুর রহমান।

এছাড়াও চড়ুইভাতিতে সিআরসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। 

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, “সিআরসি সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করে। এই চড়ুইভাতি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এটি সদস্যদের মধ্যে সংহতি তৈরি করে এবং শিশুদের জন্য একটি আনন্দদায়ক দিন উপহার দেয়।”

সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু সহায়তা করা নয়, বরং শিশুদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা, যেখানে তারা আনন্দ পেতে পারে। এই আয়োজন সদস্যদের আরও দায়িত্বশীল করে তুলবে এবং সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়াবে।”

চড়ুইভাতিতে সদস্য এবং স্কুলের শিশুদের জন্য আলাদা খেলাধুলার আয়োজন ছিল। এছাড়াও নবীন সদস্য ও স্কুলের বাচ্চাদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা চড়ুইভাতির মূল আকর্ষণ ছিলো।