ইবিতে মধ্যরাতের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইবিতে মধ্যরাতের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

শামীমা রহমান,ইবি প্রতিনিধি 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়। 

তদন্ত কমিটিতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার সাহেদ হাসান। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক শেখ আব্দুর রউফ।

অফিস আদেশে বলা হয়, গত ১ এবং ২ ফেব্রুয়ারি আইন বিভাগ ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত শৃংখলা পরিপন্থি ঘটনার কারণ ও তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাদের বলেন, “আমি চিঠি পেয়েছি। পরবর্তীতে সবার সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।”

প্রসঙ্গত,গত ১লা ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সানন্দা বাসে সিট ধরা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় আল্-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর বাসটি ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে রাকিব সুমন ও তার মায়ের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা হয়।

কিন্ত মীমাংসা শেষে তারা বাইরে এলে আগে থেকে অপেক্ষমান দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে তাদের মধ্যে সংঘর্ষ হয়।এসময় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আটকা পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপস্থিত অন্যান্য শিক্ষকসহ অন্তত পাঁচজন ছাত্র আহত হন