উত্তরাঞ্চলে বন্যার্তদের সাহায্যে মাঠে নেমেছে বাসদ

উত্তরাঞ্চলে বন্যার্তদের সাহায্যে মাঠে নেমেছে বাসদ


দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহে মাঠে নেমেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি। আনুষ্ঠানিকভাবে তারা নগরের বিত্তবানদের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু করেন। এসময় দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সামর্থবান প্রতিটি মানুষের কাছে আহ্বান জানানো হয়।

মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে থেকে বন্যার্ত মানুষের জন্য কাজ শুরু করেন। আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করতে গিয়ে বাস জানায়, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। করোনা মহামারীতে দেশের বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তার ওপরে বন্যা পরিস্থিতির অবণতিতে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছে। এই অবস্থায় বন্যার কারণে উত্তরের মানুষের জীবন বিপন্ন হয়েছে। সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলে বন্যার্ত মানুষের কিছুটা হলেও উপকার হবে। 

উদ্বোধন শেষে বাসদ ও অঙ্গ সংগঠনের কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাক্স নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে নেমে পড়েন। সংগ্রহীত অর্থ যথাযথ প্রক্রিয়ায় বন্যার্তদের কাছে পৌঁছে দেয়ার কথা বলেন বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।