করোনার প্রভাবে বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলা বন্ধ

করোনার প্রভাবে বরিশাল আন্তর্জাতিক বানিজ্য মেলা বন্ধ

বরিশালে উদ্বোধনের ২দিন পরই আন্তর্জাতিক বানিজ্য মেলা বন্ধ করে দেয়া হয়েছে। করোন ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় জনগনকে জনসমাগমে যেতে নিরুৎসাহিত করার লক্ষ্যে কর্তৃপক্ষের নির্দেশে গত শনিবার রাতে মেলার কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ। 

এদিকে বরিশাল জেলায় কোয়ারেন্টাইনে থাকা ১১ জনের মধ্যে ১ জনকে খুঁজে পাচ্ছেনা স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তাকে সন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন। 

গত পহেলা মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বরিশালে আন্তর্জাতিক বানিজ্য মেলা আওয়াজনের জন্য গত ২৭ ফেব্রুয়ারী বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিকে অনুমোদন দেয় বানিজ্য মন্ত্রনালয়। কিন্তু তারা যথা সময়ে মেলা আয়োজন না করে গত ১৩ মার্চ মেলার উদ্বোধন করে। 

চারিদিকে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে মেলা আয়োজনের ঘটনা সমালোচিত হয়। বিষয়টি করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির নজরে আসলে তারা এটি বন্ধের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেয়। সে অনুযায়ী গত শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে আজ রবিবার সকাল থেকে মেলা বন্ধ রাখা হয়।

এদিকে বরিশাল জেলায় হোমকোয়ারেন্টাইনে থাকা ১১জনের মধ্যে একজনকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ। 

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি আত্মগোপনে চলে গেছে। পরিবারের সদস্যরা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে সে পটুয়াখালীতে নিজস্ব তত্ত্বববধানে কোয়ারেন্টাইনে আছে। তবে তাকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। আত্মগোপনে থাকা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।