কুড়িগ্রামে আইপিএল নিয়ে জুয়া

কুড়িগ্রামে আইপিএল নিয়ে জুয়া খেলার সময় উলিপুর ও রাজারহাট থানা এলাকা থেকে ১৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আইপিএল ঘিরে জুয়া বন্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। সেই সঙ্গে জুয়া খেলায় ব্যবহৃত টিভি, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
এর মধ্যে উলিপুর থানা এলাকার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে আইপিএলের ম্যাচ চলাকালীন জুয়া খেলা অবস্থায় আটজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আবু মুসা (৩২), নুর ইসলাম (২২), বদিউজ্জামান (২৫), আনিসুর মন্ডল (৩০), শাহিন আলম (১৭), সুজন মিয়া (১৯), বকুল মিয়া (২৪) ও রাজু মিয়া (৩৫)।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এরপর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এদিকে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা স্কুল সংলগ্ন রতন কুমারের চায়ের দোকানে আইপিএল নিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, রতন কুমার (৪৬), সাজু মিয়া (২৭), মোকছেদুল ইসলাম ( ২৭), বাসুদেব রায় (২০), কাজল রায় (২৫), নয়ন কুমার রায় (২৩), সবুজ কুমার রায় (২৫), আনন্দ বিশ্বাস (২২), সোহেল রানা (১৬), কমল বিশ্বাস (১৮) ও তুষার রায় (১৯)।
তিনি আরও জানান, আটককৃতদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যত বিবেচনায় মুচলেকা নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, কিছু তরুণ ও কিশোর আইপিএল খেলাকে ঘিরে জুয়ায় লিপ্ত হয়েছে। এতে পারিবারিক অশান্তি বেড়েছে। এজন্য প্রত্যেক থানা এলাকায় মাইকিং করে তরুণ ও কিশোরদের সতর্ক করে, এ থেকে বিরত থাকতে এবং অভিভাবকদের সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, নিয়মিত জুয়া ও মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে।