কৃষক লীগ নেতা গ্রেফতার

মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম খবিরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার শ্যামনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা মুন্সি রাসেল মিয়া জানান, গত ৪ আগস্ট মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহাদ বিশ্বাস ও সুমন মিয়া নামের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে ১৭২ জন এজাহারভুক্ত এবং ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাজীবুল ওই মামলার এজাহারভুক্ত ৯২ নম্বর আসামি।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, হত্যা মামলায় কৃষক লীগের নেতা রাজীবুলকে আটক করা হয়েছে। তাকে মাগুরা আদালতে পাঠানো হবে। এছাড়া ছাত্রজনতার মিছিলে হামলার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।