খালেদা জিয়াকে বিষ প্রয়োগের বিষয়টি প্রমান হয়ে যাওয়ার ভয়ে তাকে বিদেশে পাঠাচ্ছে না সরকার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। এ কথা আজ না হয় কাল সত্যি প্রমানিত হবে। এবং এই কারনেই যদি প্রমান হয়ে যায় সেই ভয়ে সরকার তাকে বিদেশে পাঠাচ্ছেন না। বিদেশে গেলে প্রমান হয়ে যাবে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে।
বরিশালে বিএনপি’র বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে শুক্রবার বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সব চেয়ে বড় বাঁধা বেগম জিয়া। এই বাঁধা সরানোর ষড়যন্ত্র করছে তারা। জিয়াউর রহমানকে সরিয়েছেন তাদের পূর্বসুরিরা। খালেদা জিয়াকে সরাতে চান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দিতে চান না, কিসের ভয় আপনাদের।
তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, এতই যদি জনসমর্থন থাকে তাহলে আপনাদের বয়টা কিসের।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির ও দক্ষিন জেলার সদস্য সচিব আক্তার হোসেন মেবুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেন, শেখ হাসিনা কানে শোনেন না। তিনি প্রায়ই বিদেশে যান কানের চিকিৎসা করাতে। উপস্থিত অংশগ্রহনকারীদের কাছে ব্যরিস্টার ওমর প্রশ্ন রাখেন কানা মানুষের কাছে দাবী করে লাভ হবে ? জনতার না সূচক উত্তরের জবাবে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই ষড়যন্ত্রের কথা বলেন। আপনার দলেই (আওয়ামী লীগ) ষড়যন্ত্র ভরা। ১৫ আগস্ট আপনার দলের ষড়যন্ত্রের ফসল। ৯৬ সালে সরকারের অফিসারদের নিয়ে ষড়যন্ত্র করেছেন। ২০০৮ সালে মইনুদ্দিন-ফখরুদ্দিনকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। ২০১৮ সালে পুলিশ এবং সরকারের কর্মকর্তাদের চরিত্র হনন করে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন।
সমাবেশে আরেক বিশেষ অতিথি দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, সমন্বয়হীনতা করে আন্দোলনে জয়লাভ করা যাবে না। আগামী দিনে আন্দোলনের বিকল্প নেই। দেশের উন্নয়ন করে গেছেন আমাদের মা (বেগম জিয়া)। তার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার জন্য আরেকবার লড়াই করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, বরিশালে বিভাগীয় সমাবেশে জনতার ব্যাপক উপস্থিত প্রমান করে, বরিশালের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়, সু-চিকিৎসা চায়। আর যদি তা না হয়- ওই কুকুরের সাথে মুগুরের মতো হাজির হবো।
এছাড়া সমাবেশে দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, দক্ষিন জেলা বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টু, দক্ষিন জেলার সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলার সাবেক সভাপাতি মেজবাউদ্দিন ফরহাদ সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এর আগে দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং বিভাগের সকল জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দেয় বিএনপি’র বিভাগীয় সমাবেশে।