বড় ধরণের কোন দুর্যোগ ছাড়াই কেটে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ফনী’র প্রভাব। তবে গত শুক্রবার রাত থেকে সর্বোচ্চ ৭৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া দমকা ও ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিতে বরিশাল জেলার ১০ উপজেলায় ৯ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ওই তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ঘুর্ণিঝড় ফনির প্রভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিতকরণ সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
ফনির প্রভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিতকরণ সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বরিশাল জেলার ১০ উপজেলায় ৯ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬৮০ হেক্টর জরিম বোরো ধান, ১ হাজার ৫১০ হেক্টর জমির মুগডাল, ১ হাজার ৪৬৬ ক্টের জমির মরিচ, ২৫০ হেক্টর জমির তিল, ১৪০ হেক্টর জমির শাকসবিজি, ১২০ হেক্টর ভুট্টা, পান ৫৩৫ হেক্টর এবং সয়াবিন ৫৫২ হেক্টর। আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। এর বাইরে ১ হাজার ঘরবাড়ি এবং বহু গালপালা উপড়ে পড়েছে। এছাড়া ৬৫ কিলোমিটার কাঁচা সড়ক এবং ২০ মিটার পরিমাণ বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বলে জানানো হয় বৈঠক থেকে।