ইয়ান মরগানের ব্যাটিং তাণ্ডব দেখল বিশ্ব। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানের বিপক্ষে খেললেন ক্যারিয়ার সেরা ১৪৮ রানের ইনিংস। ৭১ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে হাঁকালেন ১৭টি ছক্কা। ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার কীর্তি এখন এই ইংলিশ অধিনায়কের।
এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল তিনজনের দখলে। ১৬টি করে ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি দখলে রেখেছিলেন রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল।
এদিন মরগানের তাণ্ডবে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৮৭ রানের পুঁজি গড়ে বিশ্বকাপের স্বাগতিকেরা।
৩০তম ওভারে জনি বেয়ারস্টো ফেরার পর উইকেটে আসেন মরগান। এসেই ঝড় তোলেন। ৩৬ বলে নিজের অর্ধশতক পূরণ করার পর ৬৫ বলে পূরণ করেন সেঞ্চুরি। বিশ্বকাপে যা চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি।
২০১১ সালে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। যা বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির কীর্তি। ৫১ বলে গ্লেন ম্যাক্সওয়েল ও ৫২ বলে সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের। দুটি সেঞ্চুরিই হয়েছিল ২০১৫ বিশ্বকাপে