দেশব্যাপী পূজা মণ্ডপে হামলার ঘটনায় বরিশালে প্রতিবাদী সমাবেশ

দেশব্যাপী পূজা মণ্ডপে হামলার ঘটনায় বরিশালে প্রতিবাদী সমাবেশ

ধর্মীয় উগ্রতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলে সোচ্চার হই এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা চাঁদপুর সহ দেশব্যাপী পূজা মণ্ডপে হামলার ঘটনায় বরিশাল নগরীতে প্রতিবাদী সমাবেশ করেন প্রগতিশীল নাগরিক সমাজ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদের প্রকাশনা সম্পাদক কাজল দাস এর সভাপতিত্বে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্মকে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দেয়ার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন একই সঙ্গে যারা মন্দিরে কোরান শরীফ রেখে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করেছে তদন্ত করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার দাবি জানান বক্তারা। 

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরণ, বাসদের প্রকাশনা সম্পাদক কাজল দাস, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল দাস প্রমুখ।