দেশে করোনায় ২৩ মৃত্যু, শনাক্ত ৬৮৪

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৬৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৯৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনে।
গত একদিনে আরও ৯৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ হয়েছে।