ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পদপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে। তাদের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার পর থেকে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতাদের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালিত হয়।
বেলা দেড়টার দিকে কর্মসূচি শেষ করে নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি ককটেলের বিস্ফোরণ হয়।
এর আগে ছাত্রদলের পদপ্রত্যাশীদের কয়েকজন কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের মারধর করেন। মঙ্গলবার তারা আবার অবস্থানের ঘোষণা দেন।
বিক্ষুব্ধরা চলে যাওয়ার পর ছাত্রদলের কাউন্সিলকে স্বাগত জানিয়ে নয়াপল্টনে আবারও পদপ্রত্যাশীরা মিছিল বের করেন।
রোববার এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কাউন্সিলের ঘোষণা দেয় বিএনপি।
এতে বলা হয়, আগামী ১৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিল। ওই দিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে।
বিএনপি ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয়। এরপর থেকেই বিলুপ্ত কমিটির নেতারা বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করে আসছেন।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবস্থান কর্মসূচি শেষে পুনঃতফসিলের দাবি জানান বিক্ষুদ্ধ ছাত্রদল নেতা ওমর ফারুক মুন্না।
তিনি জানান, দলের হাইকমান্ডের প্রতি আহ্বান থাকবে আমাদের দাবি মেনে নিয়ে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। তা না হলে আমাদের দাবি অব্যাহত থাকবে।