পানি সংকটের কারণে কমছিল না আগুনের তীব্রতা, তদন্ত কমিটি

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাজধানীর মিরপুরের রূপনগরের 'ত' ব্লকের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ফলে দ্রুতই পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন্স ও মেইনটেনেন্স লে. ক. জিল্লুর রহমান বলেন, আগুনের খবর পাওয়ার পর পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আসে। আগুন লাগার পর বস্তিবাসীরা বিভিন্ন আসবাব দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল। যে কারণে আমাদের গাড়ি ঢুকতে একটু সমস্যা হয়েছে।
তিনি আরও বলেন, প্রচুর পানি সংকট ছিল, যে কারণে আমাদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।
আশপাশের বিভিন্ন ভবনের রিজার্ভ থেকে পানি নিয়ে আমরা কাজ করেছি। ২৫টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।