প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম দাবি করেছেন, নিজের ও দলের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআরের নির্দোষ সদস্যদের বলি দিয়েছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কারা নির্যাতিত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ড মামলায় পুনঃতদন্ত কমিশনের প্রজ্ঞাপনের (ঙ) ধারা বাতিল, সুষ্ঠু তদন্ত এবং চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবি জানানো হয়।
শহিদুল আলম বলেন, "কারাগারে থাকা অবস্থায় আমি নিয়মিত বিডিআর সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি। অনেক নোট এখনও আমার কাছে সংরক্ষিত আছে। সেই তথ্যের ভিত্তিতেই আমি বলছি, শেখ হাসিনার সরকার এই ঘটনার মাধ্যমে ব্যক্তিগত ও দলের স্বার্থ রক্ষা করেছে।"
তিনি আরও বলেন, "দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে প্রতিবেশী দেশকে সুবিধা দেওয়া এবং সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হয়েছে।"
তিনি হবিগঞ্জের বিডিআর সদস্য রিয়াজ হোসেন চৌধুরীর উদাহরণ দিয়ে বলেন, "মামলার ৩১২ নম্বর আসামি রিয়াজ বিদ্রোহের সময় মেজর শফিকুল ইসলামের স্ত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে পালাতে সাহায্য করেন। অথচ তাকেও দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হয়েছে।"
শহিদুল আলম দাবি করেন, "বিচারক নিজেই স্বীকার করেছেন যে, মামলার অভিযোগগুলোর কোনো প্রমাণ নেই। তারপরও নিরীহ বিডিআর সদস্যরা বছরের পর বছর ধরে অন্যায়ভাবে বন্দি রয়েছেন।"
তিনি বলেন, "আমরা জানি, কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আমার কারাগারের অভিজ্ঞতায় বুঝেছি, কিভাবে মিথ্যা প্রমাণ এবং আদালতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি করেন।