ফরিদপুরে বাড়ছে করোনা

ফরিদপুরে নতুন করে আবারও করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮৮টি নমুনা সংগ্রহের মধ্যে ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার বিবেচনায় ৫২ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
এদিকে, জেলার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এতে দেখা দিয়েছে আইসিইউর সংকট।
ফরিদপুর বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ'র ইনচার্জ ডা. অনন্ত বিশ্বাস জানান, 'রোগীর চাপ বাড়ায় বর্তমানে আইসিইউতে কোন বেড খালি নেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধরন আগের থেকে ভিন্ন। কারণ এখন আইসিইউতে ভর্তি হয়ে সুস্থতার হার কম। এছাড়াও আক্রান্তরা মারা যাচ্ছে বেশি।'
অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, 'এ পর্যন্ত জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯০৯ জন, মৃত্যু ১৮৮ জন। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আজ সোমবার জরুরী বৈঠকে বসছেন জেলা করোনা প্রতিরোধ কমিটি।'